Image description
 

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ওই এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরেন তিনি। 

অভিযোগকারী হাফিজা আক্তার ঝুমুর শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে। 

অভিযোগে ঝুমুর বলেন, শরণখোলা উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের আবু হানিফ মাওলানার ছেলে অহিদুল ইসলাম দুর্জয়ের সঙ্গে ২০২০ সালে কোডেক এনজিওতে চাকরি করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয়।  

পরে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সময় তিনি অনেক আপত্তিকর ছবি তুলে রাখেন। সেগুলো আমার স্বামীসহ আত্মীয়-স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিয়ের কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সেই থেকে অহিদুল বিভিন্ন সময় চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নগদ টাকাও নেন। 

২০২৩ সালের ২৫ নভেম্বর তার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসেবে চাকরি হলে আমি পাওনা টাকা চাই। সেই সময় আমাকে একটা ২০ লাখ টাকার চেক দেন অহিদুল ইসলাম দুর্জয়। 

পরে সেই চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে জানা যায়, ওই একাউন্টের মালিক তার সেজো ভাই এনামুল হাওলাদার। এভাবে প্রতারণার অভিযোগে হাফিজা ২০২৪ সালের ৯ এপ্রিল আদালতে চেক জালিয়াতির একটি মামলা করেন।  

ওই মামলায় অহিদুল ২০২৫ সালের ১৬ মার্চ আটক হয়ে এখন জেলা কারাগারে বন্দি।  

হাফিজা আক্তার ঝুমুর প্রতারক জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের দ্বারা সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হওয়ায় তার বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।