Image description

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া আগামী ২২ এপ্রিল চলবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ প্রক্রিয়া শুরুর কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে কর্তৃপক্ষ। একইসঙ্গে ভর্তি ফি ২ হাজার টাকার বেশি কমানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়েছে, অনিবার্য কারণে ১৭ এপ্রিলের ভর্তি কার্যক্রমের তারিখ পরিবর্তন করে ২২ এপ্রিল পুনঃনির্ধারণ করা হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফি ১৭ হাজার টাকার পরিবর্তে পুনঃনির্ধারণের মাধ্যমে করা হয়েছে ১৪ হাজার ৯০০ টাকা।

এর আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর অতিরিক্ত (১৭ হাজার টাকা) ভর্তি ফি নির্ধারণ করায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। আলোচনা-সমালোচনার পর ফি কমিয়ে সহনীয় পর্যায়ে না নিয়ে আসলে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করে তালা ঝুলানো এবং ভর্তি কার্যক্রম বন্ধ রাখার আল্টিমেটাম দেন তারা। ভর্তি ফি কমানোর দাবি জানিয়ে বিবৃতি দেয় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।


শিক্ষার্থীদের এ দাবির মুখে ভর্তি ফি পুনর্বিবেচনা করে ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১১ এপ্রিল অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা।