
ছয় দফা দাবি আদায়ে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ব্যানারে সকাল থেকে আন্দোলন করছেন সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার থেকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন তারা।
বিক্ষোভ চলাকালীন যোহরের নামাজের সময় হলে সড়কেই সারিবদ্ধভাবে নামাজ আদায় করেন শিক্ষার্থীরা। পাশেই অবস্থান নিয়ে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাদের স্লোগান ও আন্দোলন চালিয়ে যান।
এ অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে যানজটে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। অবরোধের কারণে সৃষ্ট যানজট ইতোমধ্যে মহাখালীসহ চারপাশের ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১০ শিক্ষার্থীর প্রতিনিধিদলকে মন্ত্রণালয়ে নিয়ে যেতে চেয়েছিলাম,
কিন্তু শিক্ষার্থীরা যেতে চায়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, রাজপথ ছাড়বেন না। মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রতিনিধিদের এখানে এসে দাবি পূরণের বিষয়ে কথা বলার আহ্বান জানান তারা।
এর আগে, বুধবার সকাল ১০ টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও সাতরাস্তাসহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন।