
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ‘পানি লাগবে পানি?’ প্রতিকৃতি।
এছাড়াও এবারের আনন্দ শোভাযাত্রায় সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য লালন করে মিছিলের সম্মুখভাগে পুলিশের সুসজ্জিত ১৮টি ঘোড়া ছিল। রঙিন মুখোশ, বিশালাকৃতির কাঠামোসহ লোকজ শিল্পে সাজানো মিছিলটি যেন রঙের নতুন আবহে সাজিয়ে দিয়েছে বাঙালির মন। এ ছাড়া একাধিক মাঝারি ও ছোট মোটিফও অংশ হয়েছে শোভাযাত্রার। রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ ও তরমুজ।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যে আয়োজিত শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনের রাস্তা পেরিয়ে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবে।