Image description
আজ আবারও শুরু সংলাপ। দুই কক্ষের সংসদ হলে উচ্চকক্ষ হবে পুনর্বাসন কেন্দ্ৰ । উচ্চকক্ষের সদস্য হতে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবেন সুশীল সমাজের প্রতিনিধিরা । সংবিধান সংস্কার কমিশনের ৭০ টি প্রস্তাবের মধ্যে ৪২ টিতে একমত এৰি পাৰ্টি ।