
বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ—বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে এক টেবিলে অংশ নিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমান।
সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের জন্য বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
সেখানে অজিত দোভালের সঙ্গে আলাপ হয় প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমানের। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, এ সময় অজিত দোভাল ও ড. খলিলুর রহমান নিজেদের চিন্তা-ভাবনা ভাগাভাগি করেন।