
আরাধ্যা বিশ্বাস। বয়স বড়জোর ৬ কিংবা ৭ হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং নিউরো ওয়ার্ডে আছে। সে শুধু নিজের নাম আর বাবার নাম বলতে পারছে। আরাধ্যা বললেন, ‘আমার বাবার নাম দীলিপ বিশ্বাস।’ এর বেশি কিছু তার মনে নেই। মনে নেই ঠিকানাও।
বুধবার লোহাগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাত পাওয়া এই শিশু হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে অঝোরে।
চমেক হাসপাতালের কর্তব্যরত ডিউটি ডাক্তার আমিনুল ইসলাম বলেন, ‘মাথায় আঘাত পেয়েছে শিশুটি। তার স্বজনদের দরকার এখন। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ।’
বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পরুষ। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।