
Asif Mahmud Shojib Bhuyain প্রথমে সামনের কাতারেই ছিলেন। নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সামনে দুজনকে এসে তাঁর দুপাশে দাঁড়াতে বললে ইমামের ডান পাশে একজন দাঁড়ায় এবং বাম পাশে উপদেষ্টা আসিফকে অন্যান্য মুসুল্লিরা যেতে অনুরোধ করেন। এসময় আসিফ ঢাকা উত্তরের প্রশাসক Mohammad Azaz ভাইকে যেতে বলেন। পরে তিনিও আসিফকেই সামনে যেতে অনুরোধ করেন। পরে আসিফ ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ান।
এ বিষয়টি আমি নিজে তাদের তিন কাতার পেছনে থেকেই দেখেছি। এখানে অতিরিক্ত শ্রদ্ধা, সম্মান প্রদর্শন কিংবা অন্যকিছু দেখানো হয়নি সেটা অনুমেয়। আর যদি শ্রদ্ধা, সম্মান কিংবা নিরাপত্তার বিষয়েও হতো তাহলে একপাশে উপদেষ্টা আসিফ এবং অন্যপাশে ঢাকা উত্তরের প্রশাসক এজাজ ভাইয়ের থাকার কথা।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে সেটাও দোষের কিছু না। ইমামের পেছনে জায়গা থাকলে তার দুইপাশে মুসুল্লিদের নিয়ে দাঁড়ানোর বিধান রয়েছে। আমরা সমালোচনা করার জন্যই বিষয়টি নিয়ে অযথা কাঁদা ছোড়াছুড়ি করছি। আর নিজেরা অন্যদের কাছে হাসির পাত্র হিসেবে উপস্থাপন করছি। আসুন আমরা যৌক্তিক বিষয় নিয়ে সমালোচনা করি এবং নিজে পরিশুদ্ধ হই। আমিন।।