Image description

জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘হাসিনার আমলে ঈদের ঘোষণা আসত বেশির ভাগ ক্ষেত্রেই গভীর রাতে। অনেকে সাহরি করতে উঠে দেখতেন আগামীকাল ঈদ। এভাবেই ঈদের কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল আর স্পিরিচুয়াল ইম্পর্ট্যান্সকে লঘু করে দেওয়া হচ্ছিল আমাদের অগোচরেই।’ রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।পিনাকী বলেন, ‘ঈদ এবার তার মহিমা নিয়ে এসেছে। এই ঈদ শুধু খুশির নয়, মুক্তির, স্বাধীনতার ঈদ হয়ে ফিরে এসেছে। রমজানের স্বস্তি, ঈদের আনন্দময় বাড়ি ফেরা আর মুক্তির পূর্ণ আস্বাদ নিয়ে আপনার আর আপনার পরিবারের ঈদ শুভ আর মঙ্গলময় হোক।’


 তিনি বলেন, ‘এই ঈদে দুনিয়াব্যাপী নিপীড়নের শিকার ভাগ্যাহত মুসলমানদের জন্য দোয়া করবেন।ফিলিস্তনের জন্য দোয়া করবেন যারা এখনো জালেমের সাথে লড়াই করে যাচ্ছে বীরের মতো।’জনপ্রিয় এ অ্যাক্টিভিস্ট বলেন, ‘আমার শরীর প্যারিসে থাকলেও আমার অন্তর আপনাদের সাথে থাকবে সব সময়। আমার জীবনের সব অপ্রাপ্তি, সব অপমান, সব হতাশা, সব কষ্ট আপনাদের মুখের হাসি দেখে ভুলে থাকার শক্তি পাই। হয়তো কোনো একদিন আপনাদের সাথে সত্যি সত্যিই বুক মিলিয়ে বলতে পারব ঈদ মুবারক।সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক যেন দেন। ঈদ মুবারক।’