Image description
 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অন্তত ১৫টি জেলার প্রায় ৩০০ গ্রামে আজ রবিবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। এ বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

 

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌ শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে আমরা সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চাই।’

 

খালিদ হোসেন বলেন, ‘আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গি। দীর্ঘ দিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘ দিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানাদি পালন হয়ে আসছে।’