Image description
 

১৬ বছরের মধ্যে এবারই প্রথম ঢাকা-বগুড়া মহাসড়কে ঈদযাত্রায় কোনো ভোগান্তি নেই। আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখো মানুষজন এবার দ্রুত সময়ে যাচ্ছেন বাড়ি। এছাড়াও মহাসড়কে হাইওয়ে, থানা পুলিশ, স্বেচ্ছাসেবী বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে স্থানীয় বাসিন্দারা ট্রাফিকের কাজ করছেন। সেই সঙ্গে হাইওয়ে পুলিশ এর ৫০০ সদস্য মহাসড়কজুড়ে নির্ঘুমে নিরাপত্তার কাজ করে যাচ্ছেন।

 

জানা যায়, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। বাংলাদেশের ঈদুল ফিতর আগামীকাল। কর্মস্থলের ছুটি আপনজনদের সঙ্গে কাটাতে বাড়ি ফেরেন মানুষজন। বিগত সময়গুলোতে সড়কে ভালো শৃঙ্খলা না থাকায় যানজটের সৃষ্টি হয়ে উত্তরের ঈদ যাত্রীরা এমন দুর্ভোগে পড়তে হতো। কিন্তু চলতি বছর সিক্সলেন সচল হওয়ার কারণে সড়কে যানজট নেই।

বগুড়া শহরেরর ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে ঢাকা ফেরত আব্দুর রাসুল জানান, তিনি সকাল ৯টার বাসে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে বগুড়ায় রওনা হন। পথে শুধু সাভারে সড়কের উপর ভ্রাম্যমান দোকান ছাড়া আর কোন যানজট পাওয়া যায়নি। চারঘণ্টায় বগুড়ায় পৌঁছেছেন। এছাড়া স্বাভাবিক দিনেও ৪ থেকে ৫ ঘণ্টায় বগুড়ায় ফিরতে হয়।

 

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ উপ পরিদর্শক (এসআই) মো. নুর হোসেন বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে আমরা ২৪ ঘণ্টাই নিরলসভাবে মহাসড়কে টহল কার্যক্রম চালাচ্ছি। কোথাও কোনো ছোটখাট সমম্যা হলে তাৎক্ষণিক আমরা রেসপন্স করছি। ফলে মহাসড়ক যানজটমুক্ত রয়েছে। মহাসড়কে অযথা বাস বা যানবাহন থামানো বা যাত্রী উঠা নামা করানো নিষেধ করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্ল্যাহ্ জানান, ঈদুল ফিতরে ঘরমুখো মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে পারে সে বিষয়ে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে। মহাসড়কে নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও যানজটসহ দুর্ঘটনা রোধকল্পে ২৫ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত হাইওয়ে পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থাগ্রহণ করেছে।