Image description

রাজধানীর আজিমপুর এলাকা থেকে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এক নারীকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতন, গোপন ভিডিও ধারণ ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে শনিবার রাতে  তাকে গ্রেফতার করা হয়। পরে ওই বিএনপি নেতাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার হওয়া আলতাফ হোসেন মিঠু ৩১ নাম্বার ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ পদে রয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি থানায় ও আজিমপুর আর্মি ক্যাম্পে ভুক্তভোগী নারী ওই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ দেয়। লিখিত অভিযোগে ওই নারী জানান, তার স্বামী সৌদি আরব প্রবাসী। দুই মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্ত মিঠু বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে হাজারীবাগের একটি বাসায় নিয়ে যায়। সেখানে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তাকে ধর্ষণ করা হয় এবং গোপনে ছবি ও ভিডিও ধারণ করা হয়।

পরবর্তীতে মিঠু ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে ভুক্তভোগীর স্বামীর কাছে ওই ছবি পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। বিষয়টি পরিবারের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। সে মামলায় মিঠুকে আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মিঠু স্বীকার করেছে যে, একই কৌশলে আরও ৩ থেকে ৪ জন নারীকে ব্ল্যাকমেইল করেছেন। তদন্তে উঠে এসেছে, তিনি দীর্ঘদিন ধরে এ ধরণের অপরাধের সঙ্গে যুক্ত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বের হওয়ার চেষ্টা করতেন।