
ফুটপাতে চাটাইয়ের ওপর পুলিশের পোশাক পরিহিত এক যুবককে শুয়ে থাকতে দেখে জমে যায় মানুষের ভিড়। কিভাবে এই পোশাক তার কাছে এলো-তা নিয়ে আলোচনায় মত্ত সবাই।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে নগরের কোতোয়ালী থানা থেকে মুসলিম হাইস্কুল সড়কের পাশে দেখা যায় এ দৃশ্য। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ করছেন ভিডিও।
নিজের নাম জানাতে না পারলেও পুলিশের জ্যাকেটের ওপর শুয়ে থাকা ওই যুবক বলেছে, এই পোশাক সে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছে। প্রায় ঘন্টাখানেক অবস্থানের পরও ঘটনাস্থলে পুলিশের কোনও সদস্যের উপস্থিতি দেখা যায়নি।
৫ আগস্টের পর চট্টগ্রামের ১২টি থানায় আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটও করা হয়। কেউ হয়তো ধরা পড়ার ভয়ে সম্প্রতি পুলিশের পোশাক ফেলে দিয়েছে। নেশাগ্রস্ত ভবঘুরে ওই যুবক সেই পোশাক কুড়িয়ে নিয়েছে বলে মত প্রত্যক্ষদর্শীদের। এসময় তারা পুলিশের পোশাক পার্শ্ববর্তী কোতোয়ালী থানায় জমা দিতে ওই যুবককে বার বার অনুরোধ করেন।
গত বছরের ২৮ অক্টোবর ভোররাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির শাহ অহিদিয়া ডেইরি ফার্মে পুলিশের পোশাক পরে একটি খামারের প্রায় তিন লাখ টাকা মূল্যের দুটি গরু লুট করা হয়। খামারের মালিক মো. ইকবাল বাহার জানান, ভোররাতে একটি নৌকায় করে খামারে আসে ১০ থেকে ১২ জন ব্যক্তি। এদের মধ্যে সাত-আটজন পুলিশের পোশাক পরিহিত ছিল।
এর আগে ভুয়া পুলিশ কর্মকর্তা সেজে প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হোসেন তানভীরকে খুলশীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনও ঘটনার খবর পাইনি। বিষয়টা তদন্ত করে দেখা হবে।