Image description
 

টানা ষাটদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করায় দাউদকান্দি উপজেলার উত্তর হাসানপুর গ্রামের ৩৪ জন শিশুকে পুরস্কার দিলো ছাত্র শিবির দাউদকান্দি উপজেলা শাখা।আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ২টায় উপজেলার উত্তর হাসানপুর বাইতুন নূর জামে মসজিদে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাহেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও মাওলানা আবুবকর সিদ্দিকের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কমরেড রুবেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র শিবির কুমিল্লা পশ্চিম জেলার সেক্রেটারি শাকিল আদনান, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, জসীম উদ্দিন মাহবুব, ইঞ্জিনিয়ার আবু সাঈদ ও সাইজুদ্দিন।