Image description
 

গ্রেফতারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘তথ্য ফাঁসের সঙ্গে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কোনও ব্যক্তি বা প্রসিকিউশন সংস্থার কেউ জড়িত থাকতে পারেন। আমরা প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি। তথ্য ফাঁসের সঙ্গে যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়াও জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পর দাখিল হবে বলে তিনি জানান।