
(Qadaruddin Shishir)
বাংলাদেশি মিডিয়ার 'ভারতীয় সুত্রের' ওপর যে অগাধ বিশ্বাস ও নির্ভরতা তা খুবই ইন্টারেস্টিং।
আমার বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখেছি বাংলাদেশি মিডিয়ায় ছড়ানো অনেক ভুয়া খবরের উত্স ছিল ভারতীয় সংবাদমাধ্যম।
বাংলাদেশ বিষয়ে ভারতের নানান শীর্ষ সংবাদমাধ্যমে এখন অহরহ ভুয়া খবর প্রচারিত হচ্ছে। সর্বশেষ গুরুত্বপূর্ণ এমন ভুয়া খবরের উদাহরণ হচ্ছে ইকোনোমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে-তে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে কথিত অভ্যুত্থানের খবর। এই খবরগুলো যে, ভুয়া তা ভারতীয় কোন কোন সংবাদমাধ্যমই বলছে।
তো এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ কোন খবর যদি প্রথমে ভারতীয় সংবাদমাধ্যমে আসে তাহলে সেটি বাংলাদেশি সূত্র থেকে যাচাই করে নেয়াই স্বাভাবিক নীতি হওয়া উচিত।
এই স্ক্রিনশটের প্রতিবেদন দুটির একটি প্রথম আলো এবং অন্যটি ইনকিলাবের। পত্রিকা দুটি ভারতের একটি সংবাদমাধ্যমের বরাতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য ছাপিয়েছে। কিন্তু কোন পত্রিকাই বাংলাদেশ সরকারের প্রেস সচিবের সাথে বা তার অফিসের দায়িত্বশীল কারো কথা বলে এই বক্তব্যটি কনফার্ম করেনি।
আপনি কি কল্পনা করতে পারেন যে, ভারত সরকারের কোন বড় কর্মকর্তার বক্তব্য শুধু বাংলাদেশের কোন সংবাদমাধ্যমের বরাতে ভারত সরকারের সূত্রের সাথে কনফার্ম না করে ভারতীয় কোনো মূলধারার সংবাদমাধ্যম ছাপাতো?
এই অনুশীলন শুধু একটি নয়। প্রায় প্রতিদিন বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ নানান খবর ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশ করে আসছে।
প্রেস সচিব এটা বলেছেন কি বলেন নি সেটা মূখ্য নয়, বরং তার কাছ থেকে বা তার অফিস থেকে কনফার্মেশন না নিয়ে এই খবর শুধু ভারতীয় সূত্রের বরাতে প্রচার করা ঠিক কিনা সেটাই প্রশ্ন।