
ফেনীর দাগনভূঞা উপজেলায় ইফতার পাটিকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মুকবুলের টেক নামক স্থানে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আহতরা হলেন- জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, সদস্য রিয়াজ উদ্দিন, দিপু, শাহীন হোসেন, আলমগীর, সোহেল, শেখ ফরিদ, রাহাত, ছাত্রদলকর্মী হৃদয়সহ আরও কয়েকজন।
দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে একপক্ষ অপরপক্ষকে দোষারোপ করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।