Image description

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বাংলাদেশের রাজনীতি ও নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘রাজনীতি করতে অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রয়োজন, পেছন থেকে কেউ প্রম্পট করবে আর আপনি শেখানো বুলির মতো সেটা আউড়ে যাবেন, তা করে রাজনীতির মাঠে হয়তো সাময়িক টিকে থাকা যেতে পারে কিন্তু দীর্ঘ সময় কোনোভাবেই নয়।’’

আজ বুধবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে আপলোড করা স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন, ‘‘অন্ধকার রাতে আকাশে বজ্রপাত হলে আপনি ঠিক ততটুকুই দেখতে পান, যা বিদ্যুতের চমক আপনাকে দেখিয়েছে। তার পরের পথটুকু কিন্তু অন্ধকারই থেকে যায়, আর ওই অন্ধকারে হাঁটলে আপনি বুঝতেও পারবেন না কখন কোন গর্তে পড়তে যাচ্ছেন।’’

সায়ের তার বক্তব্যে উল্লেখ করেন, ‘‘বিদ্যুৎও কিন্তু ঘনঘন চমকে উঠেনা, আবার অন্ধকার রাতে খোলা আকাশের নিচে বেশি সময় অবস্থানও তেমন একটা নিরাপদ নয়।’’ তিনি রাজনীতিতে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শুধু বাহ্যিক ঝলক নয়, বরং গভীর অভিজ্ঞতা এবং প্রজ্ঞার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।