
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এলসিডি থেকে উত্তরণে আগে তেমন কোন প্রস্তুতি নেওয়া হয়নি, তবে থেমে থাকা যাবে না। নিজেদের স্বার্থে উন্নয়নশীল দেশের কাতারে যেতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার সময়সীমা পেছানো উচিত নয়।সোমবার সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে তুলা চাষের সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে তুলা চাষ বাড়িয়ে আমদামি ব্যয় সাশ্রয় করতে সরকারের নীতি সহযোগীতা দেওয়া হবে। তুলা চাষের ওপর ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে এনবিআরের দ্রুত উদ্যোগ নেওয়া উচিৎ।পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমদানির কারণে নিম্নমানের কটন বেশি দামে কিনে বাংলাদেশ। তাই দেশে তুলা চাষে কৃষককে ভর্তুকি দেয়া উচিত। সেটার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার। তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হবে।