
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, যাত্রী সংকট থাকায় এখন নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেয় বল জানিয়েছে সব লঞ্চ কর্তৃপক্ষ। রোজার ঈদের আগে-পরে নির্ধারিত ভাড়া নেবে বলে তারা কথা দিয়েছেন। নতুন চার্ট দুই-একদিনের মধ্যেই টানিয়ে দিবেন। কথা দিয়েছেন যে ভাড়া বাড়বেন না। বাড়ালে সংশ্লিষ্ট যানের রুট পারমিট বাতিল বা স্থগিত করা হবে।
তিনি আরও বলেন, ১৫ রমজান থেকে বেশ কিছু কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে। যেখানে-সেখানে বাস দাঁড়াতে পারবে না। ব্যত্যয় হলেই ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনটি র্যাকার থাকবে, তারা বাস নিয়ে চলে যাবে।