Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে একসঙ্গে ইফতার করেছেন দুই হাজার ছাত্র। রবিবার (২ মার্চ) প্রথম রোজার দিন চবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই গণইফতারের আয়োজন করে মিনার নামের একটি সংগঠন।

সংগঠনটির উদ্যোগে ২০ দিনব্যাপী ‘দারসুল কুরআন ও গণইফতার মাহফিল’-এর আজ ছিল প্রথম দিন। এদিন আসর নামাজের পর থেকে ‘দারসুল কুরআন’ পর্বে ‘তাকওয়ার সামগ্রিক রূপরেখা’ বিষয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ও মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের।

গণইফতার কার্যক্রম সম্পর্কে মিনার সহসভাপতি ও চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমদিনের মতো আমরা আমাদের গণইফতার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আমাদের লক্ষ্যের চেয়েও বেশি মানুষ উপস্থিত হয়েছেন। যার কারণে, আজ পর্যাপ্ত ইফতার ব্যবস্থা করতে পারিনি। এটার জন্য আমরা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতে আমরা পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা রাখার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘আমাদের আজকের গণইফতারে দুই হাজারের মতো উপস্থিতি ছিলেন। আমরা সবার জন্য ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি, আলুরচপ, খেজুর, শরবত এবং ফিরনির ব্যবস্থা রেখেছিলাম। এ ছাড়া ছাত্রীদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেও আমাদের গণইফতার কার্যক্রম সম্পন্ন হয়েছে। সেখানে প্রায় সাড়ে তিন শ ছাত্রী উপস্থিত ছিলেন।’

মিনার ও চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘প্রথম দিনের দারসুল কুরআন ও গণ-ইফতার সম্পন্ন হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুলসমূহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের শৃঙ্খলা ও ধৈর্যশীলতা বিমোহিত করেছে। আগামীকাল থেকে আয়োজন বৃদ্ধির সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ‘মিনার’ ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দাওয়াতি প্ল্যাটফরম। ইসলামী দাওয়াতসংশ্লিষ্ট বিভিন্ন আয়োজন বাস্তবায়ন করে থাকে এই সংগঠনটি। এর আগে মিনারের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সিরাত মাহফিল ও একটি কুরআন বিতরণের আয়োজন সম্পন্ন হয়েছে।