Image description
 

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের দ্বারা অবজ্ঞা ও অবহেলা করায় একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও একটিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ বলেন, "২০১৮ তে কোটা আন্দোলন যেভাবে থেমে গিয়েছিল সেভাবেই ২০২৪ ও থেমে যেতো যদি না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগিয়ে আসতো।"

তিনি বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিসিএস বা সরকারি চাকরিতে খুব একটা যায় না। তারপরও তারা এই আন্দোলন যেখানে থেমে যাওয়ার কথা ঠিক সেখান থেকেই আন্দোলনটাকে একটা নতুন মাত্রা দিলো। এখানে তাদের কোন ব্যক্তিগত স্বার্থ ছিল না। যদি তারা নেমে না আসতো এই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলনেই সীমাবদ্ধ থাকতো।"

তিনি স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের কথাও এই আলোচনায় তুলে ধরেন।