Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথিদের জন্য অনেক বসার জায়গা করা হয়েছে। অথচ আনুষ্ঠানিকভাবে শুরুর পরও প্রায় হাজার চেয়ার খালি পড়ে আছে।

 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটার পর থেকে সাড়ে চারটা পর্যন্ত সরেজমিন এ চিত্র দেখা যায়। দেখা যায়, মঞ্চের সামনে ৪২ সারিতে সাদা চেয়ার রাখা হয়েছে। এসব সারিতে প্রায় ৪০টি করে চেয়ার রাখা হয়েছে। এর মধ্যে ১০টি সারির চেয়ারগুলোতে লোকজন বসেছেন। বাকি ৩০টি সারি একেবারেই খালি।

এতো সিট খালি থাকা নিয়ে কাউকে কাউকে ব্যাঙ্গ করতে দেখা গেছে। তবে, একজন অতিথি নাম প্রকাশ না করে এনটিভি অনলাইনকে বলেন, ছাত্ররা হয়তো বুঝতে পারেননি এতোগুলো চেয়ার ফাঁকা থাকবে। অতিথিরা হয়তো অনেকে আসেননি। এলেও হয়তো বাইরে আছেন।

একজন জ্যেষ্ঠ সাংবাদিক এ প্রতিবেদককে বলেন, মঞ্চের সামনের বাউন্ডারির তৈরি করা হয়েছে অনেক বড়। অথচ, মাটি ও মানুষের রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, নেতাদের কাছাকাছি ঘেঁষতে দিতে হবে কর্মীদের। কিন্তু, এখানে হয়েছে উলটো।

সরেজমিন দেখা গেছে, মঞ্চের একেবারে সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। তারপর ভিআইপি অতিথিদের বসার জায়গা করা হয়েছে। সেখানে এক পাশে আন্দোলনের সময় অহতদের ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের। তারপর সাংবাদিকদের জায়গা করা হয়েছে। এর পেছনে ৪২ সারির সাদা চেয়ার।

আর এই সাদা চেয়ারের শেষে বাউন্ডারি দেওয়া। সেই বাউন্ডারির বাইরে হাজার হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন। তারা নানা স্লোগান দিচ্ছেন।

ঠিক বিকেল যখন পৌনে পাঁচটা, তখন মঞ্চ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আহতদের ঠিকমতো বসার জায়গা করে না দিতে পারার জন্য।’