Image description
 

এখন সরকারের যে নানা রকম ব্যর্থতা রয়েছে, আইন-শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক সংকট, এবং ভারতের সাথে যেসব সংকট দেখা দিয়েছে এ সকল বিষয় সামাল দেওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার সরকারের জনপ্রিয়তা অর্জন করা। রাতারাতি কিছু কান্ড করা। বলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।

রনি বলেন, ‘আর এই নাটকীয় কিছু কান্ডের অংশ হিসেবেই সরকারি কর্মকর্তাদের, যারা ডিসি, এসপি হিসেবে দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। নির্বাচন সংক্রান্ত যেকোনো অপরাধমূলক কর্মকান্ড দেখিয়ে, এ  সংক্রান্ত মামলা করে তিন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, রকিবুদ্দিন এবং নূরুল হুদাকে যদি গ্রেফতার করা হয় তাহলে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা আকাশ্চুম্বি হয়ে পড়বে।
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত যে ভয়টি রয়ে গেছে, এই পথ ধরে আগামীতে অন্যান্য পুলিশ কর্মকর্তা যারা বিএনপি'র আমলে অপকর্ম করেছেন, আবার এই আমলে হুট করে ঢুকে পড়েছেন, তাদের না ধরে সরকারের কোনো উপায় থাকবে না।’