Image description
 

ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের অজান্তেই `বিষ` পান করছেন বাংলাদেশের মানুষ! ভয়ঙ্কর ভাবে বায়ুদূষণের গ্রাসে বাংলাদেশ। এমনকি বায়ুদূষণের গ্রাসে যে সমস্ত বিশ্বের শহরগুলি আছে সেই তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর বর্তমানে ১৮৪। ফলে ঢাকার বাতাসের মান ভয়ঙ্কর অস্বাস্থ্যকর বলেই দাবি বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের মতে, মানুষ নিজেদের অজান্তেই নিঃশ্বাসের সঙ্গে `বিষ` নিয়ে যাচ্ছেন। আর এই বিষয় সে দেশের মানুষকে এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে । সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডের বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক এই সংক্রান্ত তথ্য দিয়েছে।

যেখানে বলা হয়েছে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২০ গুণেরও বেশি রয়েছে। সকালে ঢাকার শীর্ষ ৪ দূষিত এলাকা যথাক্রমে সাভারের হেমায়েতপুর (২৫৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৩৪), মাদানি সরণির বেইজ এজওয়াটার (২০৭) এবং কল্যাণপুর (২০৩)। এসব এলাকার বাতাসের মান `খুবই অস্বাস্থ্যকর` পর্যায়ে রয়েছে।

সূত্র: ওয়ান ইন্ডিয়া