Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট করে তার ক্ষোভের কথা প্রকাশ করেছেন। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে চলছে, এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। সম্প্রতি, নাগরিক সমাজের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি উঠেছে। এরই মধ্যে সাইয়েদ আবদুল্লাহ তার পোস্টে বলেন, "আপনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ছিনতাই, ধর্ষণ, লুটপাটসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জনমনে চরম ক্ষোভ তৈরি হচ্ছে।"


তার ভাষায়, "যেই পরিমাণ তৎপরতা দেখানোর দরকার ছিল, তার সিকিভাগও দেখানো হচ্ছে না। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, পুরো সরকারের এই ব্যাপারে এক ধরনের 'কালেক্টিভ ব্যর্থতা' স্পষ্ট হয়ে উঠছে।"এছাড়াও, তিনি এক প্রশ্ন তুলে বলেছেন, "যদি সরকারের সফলতাগুলো ড. ইউনূসের নামে চলে, তবে সরকারের ব্যর্থতাগুলো কি তার ভাগেও পড়ে না?" সাইয়েদ আবদুল্লাহর এই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং সরকারের দুর্বলতা নিয়ে আরও আলোচনা তৈরি করেছে।সাইয়েদ আবদুল্লাহ আরও বলেন, "ঢাকঢাক গুড়গুড় করা বাদ দিয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সক্রিয় হোন। কালবিলম্ব না করে যদি জনগণের আস্থা ফিরিয়ে না আনতে পারেন, তবে পরিস্থিতি আরো খারাপ হবে।"