Image description
পবিত্র শবে বরাত পালিত

পবিত্র শবে বরাত ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হয় সারা দেশে। মহিমান্বিত এই রাতে মসজিদে মসজিদে ঢল নেমেছে মুসল্লিদের। পবিত্র শবে বরাতের এ রাতে  মহান আল্লাহর দরবারে পাপ মোচনের আকুতিসহ দোয়া মোনাজাত করেন মুসলমানরা। এখনও মসজিদে ও বাসায় নফল ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা।

শবে বরাতের রাতে সাধারণত মসজিদে মুসল্লির ঢল নামে। চাপ সামলাতে অনেক মসজিদের ছাদেও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি। এছাড়াও বড় বড় মসজিদগুলোর সামনে বসেছে আতর, টুপি, সুরমা, জায়নামাজ, তসবিহ, ধর্মীয় বই-পুস্তিকার ভাসমান দোকানও।

সরেজমিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, স্টার জামে মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, ইস্কাটন মসজিদ, সেগুনবাগিচা মসজিদ, বেইলি রোড এলাকার বেশ কয়েকটি মসজিদ ঘুরে মুসল্লিদের ইবাদতে মশগুল থাকতে দেখা গেছে।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মসজিদে শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে। মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেছেন, পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।