Image description

শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে টেলিফোনে কথা বলেন তারা। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

বৃহস্পতিবার রাত ১১টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমেও এসব তথ্য জানান তিনি।

আবুল কালাম আজাদ বলেন, আলোচনার বিস্তারিত পরে প্রকাশ করা হবে।