Image description
 

নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলের নিবন্ধন প্রয়োজন নেই বলে মনে করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আগে যেভাবে ভোট হতো, সেভাবেই ভোট হোক।

 

আজ বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন গোলাম পরওয়ার। তিনি জানান, নির্বাচন কমিশনকে ২৩টি প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলাম।

 

গোলাম পরওয়ার বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। তা না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। জনগণের আকাঙ্ক্ষা, স্থানীয় নির্বাচন আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করি।’

ইসিকে দেওয়া প্রস্তাব নিয়ে গোলাম পরওয়ার জানান, আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত। ৯১-এ অনুচ্ছেদ পুনর্বহালের মাধ্যমে ভোট বাতিলের ব্যবস্থা পূনর্বহালের দাবি জানানো হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। দল নিবন্ধন আইনের শর্ত শিথিল করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

এ সময় গোলাম পরওয়ার দাবি করেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনে জামায়াতে ইসলামীর ইন্টারভিউ না দেওয়ার তথ্য সঠিক নয়।’

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের উত্তরে পরওয়ার বলেন, ‘বিএনপির সঙ্গে মতভেদ থাকতেই পারে। এটা বিউটি অব ডেমোক্রেসি।’

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা তিন শ আসনে ভোট করব। সব আসনে প্রার্থী প্রস্তুত করেছি, যাচাইবাছাই শেষে জানানো হবে।’