![Image description](https://content.bdtoday.net/files/img/202502/2118b0ecbac9d700af52ebf3e19bfc04.png)
পারিবারিক বিরোধে নাটোরের সিংড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শারমিন বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে তার তিন কন্যা জিম ও মিম (৮) ও সিনহা খাতুন (৩)।
মৃত শারমিন বেগম উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম রঘুকদমা গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধে বুধবার গভীর রাতে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন শারমিন খাতুন। পরে তার যমজসহ তিন মেয়েকে ঘুম থেকে জাগিয়ে কৃমিনাশক ট্যাবলেট বলে তাদের সেই ট্যাবলেট সেবন করান মা শারমিন বেগম। কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে মায়ের মৃত্যু হয়। তিন কন্যা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে, পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।