![Image description](https://content.bdtoday.net/files/img/202502/30bd68c7dd30a040a18b9063831a9e2a.webp)
পূর্বঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়।
ইতোমধ্যে ৩২ এর পর বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট,ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন,সারা দেশে অবশিষ্ট মুজিবের মুর্তি জয় বাংলা করে দিন। খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিবের একটা বিশাল মূর্তি আছে এখনো। ঐটা আজ রাতে জয় বাংলা করে দেন।ফ্যাসিবাদের সকল চিহ্নের কথা উল্লেখ করে তিনি আরো বলেন,ফ্যাসিবাদের সকল চিহ্ন বিলোপের মধ্যেই আছে জুলাই বিপ্লবের সফলতা।
এবার বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,সারাদেশে যেসব সড়ক, বাড়িঘর, প্রতিষ্ঠানে এখনও শেখ মুজিবের মু'র্তি আছে সব আজ রাতের মধ্যেই ভে'ঙ্গে ফেলুন৷ সবাই বেরিয়ে আসুন৷