তুরস্কে ভূমিকম্পের ঘটনায় নিখোজ একজন বাংলাদেশি গোলাম সাইদ রিংকু নামের শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য জানিয়েছে। গোলাম সাইদ রিংকু একটি ভবনে একটা পড়েছিলেন। তাকে উদ্ধার করে চিকিসা সেবা দেয়া হচ্ছে।
তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য মতে, দুই দেশে ৫ হাজার ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে।