Image description

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এসেছে কাতার। জর্ডানের কিং আবদুল্লাহ বিমান ঘাঁটি থেকে গাজা উপত্যকার আল কারারাতে একটি আকাশ সেতু তৈরি করেছে তারা। এই পথ দিয়েই সেখানকার অসহায়তা মানুষদের জন্য জরুরি মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হবে। 

 

গতকাল কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এর আগে স্থলে সাহায্য করা হতো। এখন আকাশ পথেও ফিলিস্তিনিদের সহায়তা করবে কাতা।

 

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৫টি ট্রাক পাঠিয়েছে কাতার। নতুন আকাশ সেতু মূলত স্থলসেতুকে সহায়তা করবে। দুটি হেলিকপ্টারে করে খান ইউনিসেস জরুরি মেডিকেল সাহায্য পাঠানো হবে। 

 

এর আগে স্থলসেতুর মাধ্যমে ২০ হাজার তাবুও দিয়েছিল কাতার।