Image description

আটলান্টিক মহাসাগরে বুধবার দুইটি তেলের জাহাজ বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি জাহাজ রাশিয়ার পতাকাবাহী ছিল। 

প্রায় এক সপ্তাহ ধাওয়া করার পর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এবং মার্কিন সেনার একটি বিশেষ বাহিনী আটক করার আইনি অনুমতিপত্র নিয়ে মারিনেরা নামের তেলের জাহাজটি আটক করে। এই জাহাজটিকে দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল যুক্তরাষ্ট্র।

অন্যদিকে এম সোফিয়া নামে ভেনেজুয়েলার তেলবাহী অপর একটি জাহাজ আটক করেছে মার্কিন কোস্ট গার্ড। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ওই অঞ্চলে তেল বাণিজ্য নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা আছে এমন জাহাজকে তেল সরবরাহ করতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

অন্যদিকে ট্রাম্পের প্রথম শাসনকালে ২০১৯-এ ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার বেশ কিছু থেকে ক্রমে সরে আসছে ট্রাম্প প্রশাসন।

 

সূত্র : রয়টার্স