Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছর ভেনেজুয়েলার তত্ত্বাবধান করতে পারে এবং দেশটির তেল আয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারে।’ বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নিউইয়র্ক টাইমসের দুই ঘণ্টাব্যাপী বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকিও প্রত্যাহার করেছেন বলে ইঙ্গিত দেন। তিনি কলম্বিয়ার বামপন্থী নেতাকে—যাকে তিনি আগে ‘অসুস্থ মানুষ’ বলে আখ্যা দিয়েছিলেন—ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র কত দিন ভেনেজুয়েলার তত্ত্বাবধান করবে, তা সময়ই বলবে। পত্রিকাটি যখন জিজ্ঞেস করে—এটি কি তিন মাস, ছয় মাস, এক বছর নাকি তারও বেশি সময়—ট্রাম্প বলেন, ‘আমি বলব, অনেক বেশি সময়।’

ভেনেজুয়েলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা এটিকে খুব লাভজনকভাবে পুনর্গঠন করব।’ ৩ জানুয়ারি রাতে পরিচালিত এক অভিযানে তিনি সেনা পাঠিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেন।

তিনি আরো বলেন, ‘আমরা তেল ব্যবহার করব এবং আমরা তেল নেব। আমরা তেলের দাম কমিয়ে আনছি এবং আমরা ভেনেজুয়েলাকে অর্থ দিচ্ছি—যা তাদের ভীষণভাবে প্রয়োজন।’

ট্রাম্প যোগ করেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ‘খুব ভালোভাবে চলছে’। রদ্রিগেজ দীর্ঘদিনের মাদুরো ঘনিষ্ঠ এবং ক্ষমতাচ্যুত নেতার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নিউইয়র্ক টাইমস জানায়, ভেনেজুয়েলায় কেন ক্ষমতা বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়নি—যাদের ২০২৪ সালের নির্বাচনের বৈধ বিজয়ী হিসেবে আগে ওয়াশিংটন বিবেচনা করেছিল—এই প্রশ্নের জবাব দিতে ট্রাম্প অস্বীকৃতি জানান।

মঙ্গলবার ট্রাম্প ভেনেজুয়েলার আটকে থাকা সর্বোচ্চ ৫০ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির একটি পরিকল্পনা ঘোষণা করেন, যা যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশটিতে আটকে ছিল।

ট্রাম্প বলেন, ‘তারা আমাদের এমন সবকিছুই দিচ্ছে, যা আমরা প্রয়োজনীয় বলে মনে করি,’—ভেনেজুয়েলার সরকারের কথা উল্লেখ করে।

তিনি ব্যক্তিগতভাবে রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন কি না—এই প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, ‘কিন্তু মার্কো তার সঙ্গে সব সময় কথা বলেন’—পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথা উল্লেখ করে।

তিনি আরো বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, আমরা তার এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগে আছি।’