Image description

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) তথ্যানুযায়ী মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট বা তার বাসভবনের উপর ইউক্রেনের পক্ষ থেকে কোনো হামলা চেষ্টার প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যে ইউক্রেন সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা তার কোনো বাসভবনকে লক্ষ্যবস্তু বানায়নি।

কর্মকর্তারা বলেন, ইউক্রেন এমন একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চেয়েছিল যা পুতিনের বাসভবনের মতো একই অঞ্চলে অবস্থিত কিন্তু এর নিকটবর্তী নয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মঙ্গলবার বলেছেন যে, রাশিয়া নভগোরোড অঞ্চলে প্রেসিডেন্টের বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার দাবির সমর্থনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি।

বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পোস্টে রাশিয়ায় ড্রোন হামলার দাবিকে অনেকটা উড়িয়ে দিয়েছেন। তিনি নিউ ইয়র্ক পোস্টের একটি সম্পাদকীয় লিঙ্ক পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে শেয়ার সম্পাদকীয়টির শিরোনাম ছিল, ‘আক্রমণের’র প্রতি পুতিনের তীব্র নিন্দা, এটাই দেখায় যে রাশিয়াই শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।’

যদিও পুতিনের সঙ্গে ফোনালাপের সময় ট্রাম্প এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে, তবে পরে তিনি উল্লেখ করেছেন, সম্ভবত আক্রমণের কোনো ঘটনা ঘটেনি।’

হামলার এই বিষয় নিয়ে ট্রাম্প কীভাবে নিশ্চিত হয়েছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তার কথা হয়েছে। তিনি জেলেনস্কিকে বলেছেন, ‘আপনি বলছেন যে সম্ভবত আক্রমণটি ঘটেনি - আমারও ধারণা এটি, কিন্তু প্রেসিডেন্ট পুতিন সকালে আমাকে জানিয়েছেন যে এটি ঘটেছে।’

জেলেনস্কি দাবিটি অস্বীকার করে যুক্তি দিয়েছেন যে, ইউক্রেনের বিরুদ্ধে এমন অভিযোগ ট্রাম্পের দলের সাথে আমাদের করা কূটনৈতিক প্রচেষ্টার সমস্ত অর্জনকে ক্ষুণ্ন করার মতো পাশাপাশি এটি ইউক্রেনের বিরুদ্ধে নতুন করে অতিরিক্ত আক্রমণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে