পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের নামে মসজিদ তৈরির ঘোষণা দেওয়ার জেরে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি ঘোষণা করেছিলেন হুমায়ুন। এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হওয়ার পরই দল বৃহস্পতিবার এই কঠোর পদক্ষেপ নিল।
“যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না,” সাংবাদিকদের সাফ জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের দলীয় পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন হুমায়ুন, অন্যদিকে তখনই তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত ঘোষণা করেন ফিরহাদ।
দলের শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ফিরহাদ। তিনি বলেন, হুমায়ুনকে একবার নয়, তিনবার সতর্ক করা হয়েছিল।
“বাবরি মসজিদ করার অর্থ পুরোনো বিতর্ককে আবার উসকে দেওয়া, সমাজকে ধর্মান্ধতার দিকে ঠেলে দেওয়া। তৃণমূল এসব বিশ্বাস করে না,” বলেন ফিরহাদ। তিনি প্রশ্ন তোলেন, “অন্য নামে মসজিদ হলে কী হতো? স্কুল-কলেজ কেন করা হলো না? বেলডাঙায় কেন শুধু বাবরি মসজিদের নামই বলা হলো?”
বরখাস্তের পরও অনড় হুমায়ুন কবীর। তিনি জানান, কোনও সতর্কতা মানছি না। ৬ ডিসেম্বরের অনুষ্ঠান যেমন হওয়ার তেমনই হবে। ২ হাজার ভলান্টিয়র নিয়ে আমি নিজে থাকব। ওরা ক্রস করে আমাকে গ্রেফতার করতে চাইলে করবে, আমি চলে আসব। বাধা দেব না। গ্রেফতার হলে আইনি লড়াই করব। আমি আইনে আস্থাশীল।