যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন তিনি।মঙ্গলবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার এ তথ্য জানিয়েছে।
এর আগে গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ধারাবাহিকতায় এ পদক্ষেপ নিলেন ট্রাম্প।হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেনিয়ামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় লিন্ডা লি ফাগানকে তার ‘দীর্ঘদিনের ও বর্ণাঢ্য পেশাগত দায়িত্ব পালন’ শেষে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : রয়টার্স