ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে কংক্রিটের দেয়াল নির্মাণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষীরা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যে আবারও সীমান্তে অস্বাভাবিক কর্মকাণ্ড লক্ষ্য করেছেন। এ পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের দক্ষিণাঞ্চলে ‘ব্লু লাইন’-এর কাছাকাছি ও কিছু অংশ অতিক্রম করে কংক্রিটের দেয়াল নির্মাণ করছে। জাতিসংঘ শান্তিরক্ষীরা অক্টোবর ও নভেম্বর মাসে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করে। তারা নিশ্চিত করেন যে নির্মাণকাজের বেশ কিছু অংশ ব্লু লাইন অতিক্রম করেছে।
ব্লু লাইন জাতিসংঘ স্বীকৃত সীমারেখা, যা লঙ্ঘন হলে তা সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হয়।
ব্লু লাইন হলো একটি অনানুষ্ঠানিক কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখা, যা লেবানন ও ইসরাইলের মধ্যকার নিয়ন্ত্রণ অঞ্চল হিসেবে ব্যবহৃত হয়। বহু বছর ধরে এই রেখার দুই পাশে উত্তেজনা রয়েছে। তবে গত বছরের সংঘাত ও পরবর্তী যুদ্ধবিরতির পর এটি ছিল তুলনামূলক শান্ত। এ অবস্থায় নতুন দেয়াল নির্মাণকে জাতিসংঘ সম্ভাব্য পরিস্থিতি অবনতি হিসেবে দেখছে।
অক্টোবর মাসে ইউনিফিল লেবাননের ইয়ারুন এলাকার দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বাহিনী নির্মিত একটি কংক্রিটের টি-ওয়াল পরিদর্শন করে। তাদের জরিপের ফলাফলে নিশ্চিত হয় যে, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। এর ফলে লেবাননের সাধারণ মানুষ প্রায় ৪ হাজার বর্গমিটার এলাকা ব্যবহার করতে পারছে না। অর্থাৎ সেই অঞ্চল কার্যত তাদের জন্য ‘নিষিদ্ধ এলাকা’ হয়ে গেছে।
এতেই পরিস্থিতি থেমে থাকেনি। ইউনিফিল জানিয়েছে, নভেম্বর মাসে তারা একই অঞ্চলে নতুন করে আরও টি-ওয়াল নির্মাণ হতে দেখেছে। শান্তিরক্ষীদের আদতে দায়িত্ব হলো সীমান্তে যে কোনো নতুন সামরিক কার্যক্রম বা নির্মাণকাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং তা লেবাননের সার্বভৌমত্ব বা আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করছে কি না, তা যাচাই করা।
আরও উদ্বেগজনক তথ্য হলো—জরিপে নিশ্চিত হয়েছে যে ইয়ারুনের দক্ষিণ-পূর্ব দিকেও আরেকটি দেয়ালের অংশ ব্লু লাইন অতিক্রম করেছে। একই সীমারেখা বারবার লঙ্ঘন করা ইসরায়েলের উদ্দেশ্য সম্পর্কে লেবানন ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করছে।
শান্তিরক্ষী বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তুলে ধরেছে এবং ইসরাইলকে অবিলম্বে ব্লু লাইন থেকে সরে গিয়ে আন্তর্জাতিক সীমারেখার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তাদের মতে, এই সীমা লঙ্ঘন শুধু সার্বভৌমত্বের প্রশ্নই নয়, এটি দুই দেশের মধ্যে সংঘাতের নতুন দরজা খুলে দিতে পারে।
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গত যুদ্ধের পর সীমান্ত এলাকায় নিয়মিত উত্তেজনা বজায় রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন দেয়াল নির্মাণ সীমান্তে নজরদারি বৃদ্ধি, সামরিক প্রস্তুতি এবং পরোক্ষ সংঘাতের ঝুঁকি আরও বাড়াতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হওয়াও একটি বড় মানবিক সমস্যা হয়ে উঠছে। সূত্র: এএফপি
শীর্ষনিউজ