ভারতের আহমদাবাদের এক হাসপাতালে শিশু রোগীর বাবাকে চড় মেরেছেন চিকিৎসক। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
বাবা তার শিশু কন্যাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তা করতে চাইছিলেন না। এ জন্য বারবার অনুরোধ করেন বাবা। এরপর চিকিৎসক শিশুটির বাবার গালে চড় মারেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাবা মোবাইলে ভিডিও রেকর্ড করছিলেন। চিকিৎসক রেগে গিয়ে ভিডিওগ্রহণ বন্ধ করতে চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষী এগিয়ে এলে তিনিও চিকিৎসকের ক্রোধের শিকার হন।
ভিডিও প্রকাশের পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখে। তারা রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে, তবে পরিবার চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে রাজি নয়।
শীর্ষনিউজ