Image description
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফর শেষ হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে। এই সফরে মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হলেও চূড়ান্ত পর্বে চীনের সঙ্গে আলোচনায় ছিল ভিন্ন বাস্তবতা।

 

মালয়েশিয়ায় ট্রাম্প গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করেন এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তিতে অগ্রগতি অর্জন করেন। জাপান ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা এবং ট্রাম্পকে উপহার দেয় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে’র ব্যবহৃত গলফ ক্লাব। দক্ষিণ কোরিয়া ট্রাম্পকে সর্বোচ্চ জাতীয় পদক প্রদান করে এবং ২০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দেয়।

তবে সব নজর ছিল ট্রাম্প-শি বৈঠকে। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা প্রশমনে সমঝোতা হয়। যুক্তরাষ্ট্র কিছু শুল্ক কমানোর ঘোষণা দেয়, আর চীন প্রতিশ্রুতি দেয় মার্কিন কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর এবং গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে শিথিলতা আনার।

 

যদিও বড় কোনো বাণিজ্য চুক্তি হয়নি, তবে উভয়পক্ষই বুঝিয়েছে—সংঘাত নয়, এখন দরকার স্থিতিশীলতা।