Image description
 

রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১২ কর্মী। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। কর্তৃপক্ষ এ বিস্ফোরণের কারণ জানায়নি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, উরালের চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি ড্রোন হামলা নয় বলে নিশ্চিত করা হয়েছে।

বুধবার রাতে প্রথম বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর পর আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ কর্মী এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শুক্রবার উরালে শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

শীর্ষনিউজ