Image description
 

আগামী নভেম্বরে তিন দিনের সফরে ওয়াশিংটন যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। 

মঙ্গলবার সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।

প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটন সফরে যাবেন এবং পরের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চাইছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

আলোচনাধীন এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কাতারের ওপর কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি হয় এক মাস আগে। সে সময় ইসরায়েল দোহায় হামাস নেতাদের ওপর বিমান হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালিয়েছিল।

সূত্র : এএফপি ও ব্লুমবার্গ।