Image description

গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ সীমান্তে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ইসরায়েলি  সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েল।

আইডিএফ নিহত সেনাদের পরিচয় জানিয়েছে।  তাঁরা হলেন মেজর ইয়ানিভ কুলা (২৬) এবং স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভেতজ (২১) । দুজনই নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য এবং ইসরায়েলের মধ্যাঞ্চলের মোদিইন শহরের বাসিন্দা।

ঘটনাটি ঘটে রবিবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে রাফাহর দক্ষিণ-পূর্বাঞ্চলে, সালাহ আদ-দীন সড়কের কাছাকাছি। ওই এলাকা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে বর্তমানে আইডিএফের নিয়ন্ত্রণে রয়েছে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, একদল ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা একটি টানেল থেকে বের হয়ে এসে একটি এক্সকাভেটরের দিকে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করে। এতে দুই সেনা নিহত হন। একই সময়ে আরেকটি এক্সকাভেটরেও স্নাইপার হামলা হয়, যাতে দুই সেনা আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর কিছুক্ষণ পর আরও এক সেনা স্নাইপার গুলিতে আহত হন বলে সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে।

হামলার পরপরই ইসরায়েলি বিমানবাহিনী ও স্থলবাহিনী ঘটনাস্থলে পাল্টা হামলা চালায়। পরে আইডিএফ গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়, যার মধ্যে একটি টানেল নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করা হয়—যা অতীতে হামাস জিম্মিদের রাখার জন্য ব্যবহার করেছিল বলে জানা যায়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে  ইসরাইয়েলি হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন।