Image description

মিশরের শারম আল-শেখের কাছে সড়ক ‍দুর্ঘটনায় কাতারের তিন কূটনৈতিক নিহত হয়েছেন।  তারা কাতারের সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ানের কর্মকর্তা ছিলেন।  এছাড়া এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। খবর মেহের নিউজের। 

রোববার (১২ অক্টোবর) মিশরে অবস্থিত কাতার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। 

দূতাবাস জানায়, সড়ক দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং তারা শহরের একটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন

 

পোস্টে আরও বলা হয়েছে, আহত ও নিহতদের মরদেহ রোববার দোহায় পাঠানো হবে।

এর আগে, রয়টার্সকে দুজন নিরাপত্তা সূত্র জানায়, শারম আল-শেখ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি বাঁকে কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে যায়।

গাজা যুদ্ধ নিয়ে কাতার,তুরস্ক ও মিশরের কর্মকর্তাদের শারম আল-শেখে বৈঠকের কয়েকদিন পরই এই দুর্ঘটনা ঘটলো।  আগামীকাল সোমবার (১২ অক্টোবর) এই শহরেই গাজায় শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের নিয়ে এক বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।