
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে সড়কের মাটি ধসে তৈরি হওয়া এক বিশাল সিঙ্কহোলে তিনটি যানবাহন তলিয়ে গেছে। এতে আশপাশের হাসপাতাল ও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পিপল ডটকম।
রয়্যাল থাই পুলিশ (আরটিপি) জানিয়েছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সময় প্রায় ৭টার দিকে রাজধানীর দুডসিত জেলায় সামসেন রোডে, ভাজিরা হাসপাতালের সামনে এ সড়কধসের ঘটনা ঘটে। গর্তটির আকার প্রায় ৩০ বাই ৩০ মিটার (৯৮ বাই ৯৮ ফুট) এবং গভীরতা ৫০ মিটার (১৬০ ফুট)।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘ভাজিরা হাসপাতালের সামনের অংশে মাটিধসে ৩০x৩০ মিটার চওড়া, ৫০ মিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে, যা আরও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ঘটনার পর দুটি বৈদ্যুতিক খুঁটি ও একটি স্টেশন কার সেখানে পড়ে যায়।’
WATCH: Massive sinkhole opens up in Bangkok, swallowing parts of a busy street pic.twitter.com/401tq7fB5f
— BNO News Live (@BNODesk) September 24, 2025
স্থানীয় সংবাদপত্র দ্য নেশন জানায়, গর্ত ধসে পড়ায় সামসেন মেট্রোপলিটন পুলিশ স্টেশনেরও ক্ষতি হয়েছে। তাদের টো-ট্রাকসহ আরও দুটি গাড়ি গর্তে পড়ে গেছে।
এছাড়া ভাজিরা হাসপাতাল খালি করে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। আশপাশের এলাকায় বসবাসকারীদেরও নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকক গভর্নর চাদচার্ট সিট্টিপুন্ট গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, নিকটবর্তী আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনের নির্মাণকাজ থেকেই এ সিঙ্কহোল তৈরি হয়েছে।’
দ্য নেশন জানিয়েছে, খারাপ আবহাওয়া ও বর্ষার কারণে গর্তটি আরও বড় হওয়ার শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত সড়কে হঠাৎ মাটি ধসে পড়তে শুরু করে। একাধিক গাড়ি দ্রুত পিছিয়ে গেলেও কয়েকটি যান সোজা গর্তে পড়ে যায়। গর্তটি শহরের ভূগর্ভস্থ অবকাঠামো উন্মুক্ত করে ফেলে।
আরটিপি জানিয়েছে, জাতীয় পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ ব্যুরোকে নির্দেশ দিয়েছেন ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে।
পুলিশ বলেছে, ‘রাস্তার বসে যাওয়া, বড় আকারের পানির পাইপ ক্ষতিগ্রস্ত হওয়া এবং নাগরিকদের ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।’