Image description

এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশের অভিযোগের পর উত্তেজনা প্রশমনে চীন উভয় পক্ষকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

 

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং এই আহ্বান জানান। তিনি বলেন, আলোচনা এবং যোগাযোগের মাধ্যমে প্রকৃত ঘটনা স্পষ্ট করা এবং সন্দেহ দূর করা উচিত।

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে দেশগুলোর সবসময় জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো মেনে চলা উচিত। কেং শুয়াং এই ঘটনাকে ইউক্রেন সংকটের একটি পার্শ্ব-প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।

 

সোমবারের বৈঠকে এস্তোনিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বিরুদ্ধে গত শুক্রবার তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনে। তবে রুশ প্রতিনিধি এই অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: সিনহুয়া।