
চীনের বিশাল সামরিক কুচকাওয়াজে নতুন অস্ত্র উন্মোচন করা হয়েছে। যার মধ্যে রয়েছে- লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিশাল আন্ডারওয়াটার ড্রোন।
কুচকাওয়াজের আগে বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘আমাদের থামানো যাবে না এবং আমরা কখনোই বলপ্রয়োগকারী শক্তির দ্বারা ভীতি হব না।’
অনুষ্ঠানে ২৬ দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অন্যতম। এটি প্রথমবারের মতো তিন নেতার একসঙ্গে উপস্থিতি।
বেইজিং, সিউল এবং মস্কো থেকে পাঠানো বিবিসির প্রতিবেদকরা ব্যাখ্যা করেছেন- কেন এটি গুরুত্বপূর্ণ।
শির বক্তব্য এবং কুচকাওয়াজ থেকে দেখা গেছে, চীনের নেতৃত্ব তাইওয়ানকে আক্রমণ করার সম্ভাব্য পরিকল্পনার ইঙ্গিতও দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে শি, কিম ও পুতিনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রহস্যময় ষড়যন্ত্রে’ অভিযুক্ত করেছেন।