
হুথি বিদ্রোহী গোষ্ঠী নিজেই স্বাবলম্বী এবং ইরানের পৃষ্ঠপোষকতা পেয়ে তার সাহস ও সামর্থ্য অন্যরকম মাত্রা পেয়েছে। আঘাতের জর্জরিত হয়ে গেলেও তারা উঠে দাঁড়ায় এবং প্রতিশোধের পথে এগিয়ে চলে। সম্প্রতি ইয়েমেনে ইসরাইল হামলায় নিহত হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবীর হত্যার পর এই গোষ্ঠী কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এই গোষ্ঠীর আরেকটি নাম আনসারহ। সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদী আল মাশাদ ইসরাইলে কর্মরত সকল কোম্পানিকে সতর্ক করে বহু আগে ইসরাইল ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। হুথি অনুমোদিত টেলিভিশন চ্যানেল আল মাসিরার মাধ্যমে তিনি জানিয়েছেন, হুথি জনগণকে আশ্বস্ত করা হচ্ছে যে তাদের সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আল মাশাদ আরও বলেছেন, আন্দোলনের প্রতিশোধ আসতে বেশি সময় লাগবে না এবং প্রধানমন্ত্রী হত্যার জন্য ইসরাইলকে কালো দিনের মুখোমুখী হতে হবে।
ইয়েমেনে ইসরাইল হামলায় হুথির শীর্ষ নেতৃবৃন্দ নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, ইসরাইলের সম্প্রসারণবাদ ও সংগঠিত সন্ত্রাস আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে ইসরাইল বিমান হামলাকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তারা দাবি করেছে, এই হামলা নিঃশংস প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করায় ইয়েমেনকে টার্গেট করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হত্যাকাণ্ড ইয়েমেনের জনগণের মনোবল দুর্বল করবে না বরং মুসলিম বিশ্বে ইসরাইল ও তার মিত্র বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়াবে। ইয়েমেনের নেতৃবৃন্দ ও বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে, ইসরাইলের যুদ্ধদেহী কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে হবে এবং দেশটির নেতাদের জবাবদিহির আওতায় আনতে হবে। তেহরান সতর্ক করেছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অব্যাহত নিরাপত্তা শুধুমাত্র বৈশ্বিক শৃঙ্খলাকে প্রশ্নবিত করছে না বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।
ইরান আরও দাবি করেছে, ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতাদের যুদ্ধাপরাধের জন্য বিচারের আওতায় আনা অত্যাবশ্যক। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী নিশ্চিত করেছে, তাদের ঘোষণা করা প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবী ইসরাইল বিমান হামলায় নিহত হয়েছেন। ইরান সমর্থিত এই গোষ্ঠী জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ-এর হামলায় হুথির প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজন উর্ধতন কর্মকর্তা নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, রাজধানী সানা এলাকার একটি বৈঠকে অংশ নেয়ার সময় যুদ্ধবিমান হামলা চালিয়ে রাহাবি সহ হুথির উর্ধতন কর্মকর্তাদের নিশ্চিহ্ন করা হয়েছে।