Image description

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত 'গ্রেটার ইসরাইল' মন্তব্যের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন জর্ডানের প্রধানমন্ত্রী জাফার হাসান। এই ধারণাকে একটি কল্পনা বা বিভ্রম বলে অভিহিত করেছেন তিনি।

 

মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

আম্মানে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে এক বৈঠকে হাসান বলেন, “আমরা এমন কিছু ধারণা ও প্রস্তাব শুনি যা চিরস্থায়ী যুদ্ধের ইঙ্গিত দেয়। যেমন ইসরাইলের চরমপন্থী রাজনীতিবিদদের মধ্যে 'গ্রেটার ইসরাইল' ধারণা।” তিনি আরও বলেন, “ইসরাইল তার চরমপন্থী নীতির কারণে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়েছে।”

জাফার হাসান আরও উল্লেখ করেন, “ইসরাইলের চলমান গণহত্যার ফলে ঘৃণা ও ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে, এবং বিশ্বের জনগণ এটি কখনোই ক্ষমা করবে না।”

গত সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি টেলিভিশন সাক্ষাৎকারে 'গ্রেটার ইসরাইল' ধারণার প্রতি তার গভীর আস্থা প্রকাশ করেন এবং বলেন যে তিনি এটি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন হিসেবে দেখেন।

তিনি দাবি করেন, গ্রেটার ইসরাইল' একটি বাইবেলিক ধারণা যা ইসরাইলের ভূখণ্ডের সম্প্রসারণকে নির্দেশ করে। যাতে পশ্চিম তীর, গাজা, সিরিয়ার গোলান হাইটস, মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

নেতানিয়াহুর এই মন্তব্যের বিরুদ্ধে যৌথ বিবৃতিতে ৩১টি দেশ, আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) কঠোর নিন্দা জানিয়েছে।

প্রসঙ্গত , গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এবং ইসরাইল বর্তমানে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারাধীন।

উল্লেখ্য,গাজায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে উপত্যকাটিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইসরাইলি অবরোধে মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এখন পর্যন্ত অন্তত ২৬০ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন।